
সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার চাকুলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম গত ২৯ জানুয়ারী বাংগা বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন গত ২৮ জানুয়ারি একই গ্রামের মৃত আফসার আলীর ছেলে হারেস মোল্লা সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সে একজন ভূমি দস্যু। সে অন্যায় ভাবে আমার নিকট জমি দাবী করে আসছে। এ নিয়ে থানায় অভিযোগ করলে সে কোন প্রকার কাগজপত্র দেখাতে পারে নাই। এলাকায় ইউপি চেয়ারম্যান মেম্বারগণ একাধিকবার সালিশ বৈঠক করে সে কোন জমি পাবে না বলে প্রমাণিত হয়। হারেস মোল্লা বর্তমানে আমাকে ভয় ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি তার শাস্তির দাবি জানাচ্ছি।