
সাঘাটা সংবাদদাতাঃ তারুন্যের উৎসব/২০২৫ইং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রিল্যান্সার সামিট উপলক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্দেগ্যে গত ৪ঠা জানুয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রিল্যান্সার সামিটে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ পবিত্র কুমার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের আমির মওলানা ইব্রাহিম হোসাইন, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন প্রধান লাবু, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, বিএনপির যগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ মিলন উপস্থিত ছিলেন।