বোনারপাড়া (সাঘাটা)) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বোনারপাড়ায় মানবন্ধন কর্মসূচি পালন করে।
২২ সেপ্টেম্বর সাঘাটা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা করা হয়। এসময় বক্তব্য রাখেন আনিসুর রহমান, সাজু আকন্দ, সাদিকুর রহমান, জিহাদ হাসান সাগর, ও সালাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মশিউর রহমানের নামীয় খাদ্য শস্য অন্য ডিলারের মাধ্যমে উওোলন করে ভোক্তাদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি উৎকোচের বিনিময়ে মিলারদের নিকট থেকে নিন্ম মানের ধান ও চাল ক্রয় করে থাকেন। মানববন্ধন শেষে খাদ্য নিয়ন্ত্রকের অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।