
সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার নশিরার পাড়া গ্রামে এম, এস, বি, সততা ব্রিকস ইটভাটা প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও জমি ক্রয় করা নিয়ে বিবাদে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল গফুর আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের লোকজন, সন্ত্রাসীরা চাঁদার টাকা না পেয়ে ভাটা মালিক পক্ষের মিনাজুল হকের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, বসত ঘরের বেড়া ভাঙচুর, নগদ অর্থ ও অলংকার লুটপাট করে। এ সময় বাঁধা দিলে লুৎফর রহমান, নুরুল ইসলাম, মিজু মিয়া, মিনাজুল ও আনিছা আহত হন। গুরুতর আহত লুৎফর রহমান, নুরুল ইসলামকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সাঘাটা উপজেলার নশিরার পাড়া পাড়া গ্রামের আব্দুল গফুর ইউপি সদস্য ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টার দিকে আব্দুল গফুর, শাফিরুল ইসলাম, সাহাদাত হোসেন, সাহাবুল ইসলাম, বাবলু মিয়া সহ ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মিনাজুল হকের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি করে। বাস্কের তালা ভেঙে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নেয়। মিনাজুল হকের স্ত্রী আনিছা বেগমের গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন যার মূল্য ৬০ হাজার টাকা ছিনতাই করে নেয়। এ সময় এসব কাজে বাঁধা দিলে তারা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে লুৎফর রহমান, নুরুল ইসলাম, নিজু, মিনাজুল ও আনিছাকে গুরুতর আহত করে । এ ঘটনায় মিনাজুল হক সাঘাটা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছেন।
এদিকে বিচারের দাবিতে ০৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নশিরার পাড়া গ্রামে মিনাজুল হকের লোকজন বিক্ষোভ মিছিল করে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।