
সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটায় উপজেলায় আওয়ামীলীগ কার্যালয় ভেঙ্গে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল সকালে উপজলার পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর বাজারে অব¯ি’ত ইউনিয়ন আওয়ামীলীগের ওই কার্যালয় ¯’ানীয় বিক্ষুব্ধ লোকজন হাতুড়ী-সাবল নিয়ে গিয়ে ভাঙচুর করে। এ সময় ফ্যাসিবাদ বিরাধী নানা স্লোগান দেন লোকজন। ওই এলাকার লোকজন জানান, যে দলের প্রধান ছাত্র-জনতার জীবন কেড়ে নিয়ে দেশ ধংস মেতে উঠেছিলন এবং ভারত পালিয়ে ষড়যন্ত্র করছেন, সেই ফ্যাসিবাদী দলের কোন অফিস এ এলাকায় থাকবে না।