প্রেস বিজ্ঞপ্তি: গত বৃহস্পতিবার গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে), গাইবান্ধা এর প্রধান কার্যালয় স্বপ্ন প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত শিক্ষা উন্নয়ন কমিটি এবং উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যদের সমন্বয়ে অর্ধ বার্ষিক উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিং এ উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলার উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ পারভীন। মিটিং এ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে প্রকল্পের কাজের অগ্রগতি, কমিটির সহযোগিতাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে উপজেলা শিক্ষা অফিসার প্রকল্পের কাজের সন্তোষ প্রকাশ করেন এবং ইডিসি কমিটিকে আরো সক্রিয় ভূমিকা পালনে পরামর্শ দেন।
আপনার মতামত লিখুন :