গাইবান্ধা প্রতিনিধি:
২০২৫-২৬ কার্যকালের জন্য পূণরায় নির্বাচিত হওয়া গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে জেলা জামায়াত আয়োজিত এক সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাকে শপথ পাঠ করান, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। অনুষ্ঠানে অতিথী হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুর রশিদ।
গাইবান্ধা দারুল আমান ট্রাষ্টে শপথ গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় টিম সদস্য ( রংপুর দিনাজপুর অঞ্চল), জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মাওলানা আব্দুর ওয়ারেস প্রধান, মাজেদুর রহমান মাজেদ, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক প্রমূখ।
এর আগে, গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠণ ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করেন। তারও আগে, আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে এ জেলার রুকনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শপথ গ্রহণ শেষে জেলা জামায়াতের আমীর আব্দুল করিম বলেন,শপথের মাধ্যমে নতুনভাবে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক বড় দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই। সঠিকভাবে দায়িত্ব পালনে রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
পরে গাইবান্ধা জেলা মজলিসে সূরা সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
শিরোনামঃ
শপথ নিলেন গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিম
- Reporter Name
- Update Time : ০২:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- ৬০ Time View
Tag :