
সংবাদদাতাঃ গাইবান্ধার লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ৭ মার্চ বৃহস্পতিবার সন্ধায় মেয়েটির বাড়ীর পাশে রাস্তা থেকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপহৃতার মা মোছাঃ ফাতেমা বেগম বাদী হয়ে মোঃ রানা মিয়া ও আরমান আলীকে আসামী করে গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত তাকে উদ্ধার কিংবা অপহরণকারী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অপহৃত ছাত্রী মাঠের হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় থেকে দশম শ্রেণীর ছাত্রী । অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ রানা মিয়া গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ী ঝাকুয়া পাড়া গ্রামের মোঃ আজাহার ব্যাপারীর ছেলে ও তার সহযোগী আরমান আলী একই গ্রামের মোঃ রাজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান’ অভিযুক্ত রানা ও আরমান বখাটে। তারা দীর্ঘদিন থেকে ভিকটিমকে উক্তাপ্ত করে আসছিল।
এব্যাপারে অপহৃত মেয়ের মা মোছাঃ ফাতেমা বেগম বলেন, বাড়ীর পাশে দোকানে গেলে সেখান থেকে রানা ও আরমান জোর পৃর্বক তুলে নিয়ে যায়। পরে থানায় এজাহার দায়ের করলেও এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি, কোন খোঁজ খবরও নিচ্ছে না, মেয়েকেও উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম শাহীন মুঠোফোনে জানান, অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।