
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রামের মৃত আব্দুল গনি শেখের ছেলে আজিজুল ইসলামের সাথে পাশ্ববর্তী গটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম সুর্য্য গং এর সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা সংক্রান্ত জের ধরে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমাসহ কলহ বিবাদ ও মনমালিন্য চলে আসছিল। এ ঘটনায় ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল আদালতে ৭৪৯/২২ নং মামলা এবং বিজ্ঞ সাব জজ-১, আদালত, গাইবান্ধায় এ ১৩/২৪ নং বাটোয়ারা মামলা আজিজুল ইসলাম বাদী হয়ে দায়ের করেন।
দখলভুক্ত জমির সাবেক দাগ নং-১৪৪, হাল দাগ নং-৯০৭, জমির পরিমাণ-৪২ শতকের মধ্যে ২৮ শতক। বর্তমানে উক্ত জমিতে মেহগনি গাছ রোপনকৃত।
গত ২৯ জানুয়ারি আজিজুল ইসলামের ভোগ দখলিও জমিতে প্রতি পক্ষ জাহিদুল ইসলাম সুর্য্য মিয়াসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ লোক সকাল ৬ টায় তার আড়াইশ মেহগনি গাছ কর্তন করে এবং জমিতে থাকা একটি টিনের ঘর ভাংচুরসহ একটি নলকুপ চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়টি ইউপি চেয়ারম্যান ফারুক মন্ডল আর্মিসহ সাঘাটা থানা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।
আজিজুল ইসলামের মা, আছিনা বেওয়া বলেন, আমার ছেলের সাথে পৈত্রিক জমি জমা নিয়ে জাহিদুল ইসলাম সুর্য্য মিয়া ও জুয়েল মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে, তারা সব সময় আমার ছেলেকে হুমকি ধামকিসহ প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।
আজিজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমার পৈত্রিক সম্পত্তি, আমি আমার ফুফুর কাছ থেকে ক্রয় করি। আমার প্রতিপক্ষ নিঃস্বর্তবান ব্যক্তির নাম দিয়ে ভূয়া কাগজপত্র তৈরী করে আমার ভোগদখলীয় জমি জোর পূর্বক দখল করার জন্য পায়তারা করে এবং আমার রোপনকৃত মেহগনি গাছ সন্ত্রাসীয় কায়দায় লাঠি-সোটা, রাম দা, কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে এসে গাছগুলো কেটে ফেলে। গাছ কাটা বাধা দিলে গেলে আজিজুল ইসলামকে ঘটনা স্থলেই মারধর করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।
এঘটনায় আমি সাঘাটা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃক পক্ষ মামলা নিতে গড়িমসি করে এবং পরবর্তীতে তিনি কোর্টে মামলা করতে বলেন।
জাহিদুল ইসলাম সুর্য্যর সন্ত্রাসী কর্মকান্ডে আজিজুল ইসলাম ও তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।