প্রেস বিজ্ঞপ্তি: রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে গাইবান্ধার কৃতি সন্তান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম যোগদান করেছেন। গত ২৮ আগস্ট তাঁকে নিয়োগ দেয়া হয়।
তিনি ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে ২০১১ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (২০০৯-২০১০) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক (২০১০-২০১১) হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে তিনি ১৯৯৩-১৯৯৪ সালে মোজাম্বিকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশ নেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে তিনি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এ। ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের আগস্ট পর্যন্ত নির্বাহী পরিচালক হিসেবে আবুল খায়ের গ্রুপের ঢাকা অফিসে কর্মরত ছিলেন এবং ২০১৮ সাল থেকে বিএমএসআরআই (বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট) এর অবৈতনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
পেশাগত জীবনে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম (অব.)। যুক্তরাজ্য থেকে অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম এবং ডিজিটাল টেকনিকে ১৯৮১ সালে ডিপ্লোমা করেন তিনি। ১৯৮৭ সালে মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেন তিনি। ২০০৩ সালে ভারতের নয়াদিল্লীর ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স করেন মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম। ১৯৯৭ সালে কানাডায় পিস কিপিং ট্রেনিং এবং ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে সিগন্যাল কমিউনিকেশন সেমিনারে অংশগ্রহণ করেন।
মেজর জেনারেল রফিক বাড়ি গাইবান্ধা শহরের পশ্চিম পাড়ায়। তার বাবা মোঃ আবদুস সালাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছেন। রফিকের বাল্যকাল কেটেছে শহরের পশ্চিমপাড়ায় (ফায়ার সার্ভিসের পশ্চিম দিক)। পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ১৯৭২ সালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৭৫-৭৬ সালে সেনাবাহিনীতে যোগদানের আগে তিনি মেডিকেলের ছাত্র ছিলেন। স্ত্রী ডাঃ বেগম হোসনে জাহান। তাদের দুই পুত্র রয়েছে; নাফিজ একজন টেলিকম ইঞ্জিনিয়ার কানাডায় থাকেন এবং শাফিন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনা কর্মকর্তা-মেজর ।
আপনার মতামত লিখুন :