
সিরাজগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের এই মাসে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জে একদল উদ্যমী তরুণ। রমজানের পবিত্রতা আর মানবতার টানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ‘যুব সমাজ’ নামের এই সংগঠনের উদ্যোগে মাত্র ৫ টাকায় ইফতার ও বিশুদ্ধ পানি বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধানঘরা পল্লী বিদ্যুৎ মোড়ে শতাধীক অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার তুলে দেন তরুন সদস্যরা। মানবিক এই কার্যক্রম স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। দুস্থদের মাঝে ইফতার তুলে দেন যুব সমাজের সদস্য শেখ রিয়াদ হোসেন,মোঃ হিমেল হোসেন,মোঃ শিশির,সাগরসহ আরও অনেকে।