রাণীশংকৈলে ধান ক্ষেতে নারীর গলিত  লাশ


প্রকাশের সময় : মে ২৩, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ / ৩৩
রাণীশংকৈলে ধান ক্ষেতে নারীর গলিত  লাশ

নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) উপজেলার নেকমরদ  ইউনিয়নের আলশিয়া ভকরগাঁও গ্রামে ধানক্ষেত থেকে দুপুরেবেলা অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নারী শ্রমিকরা ধান কাটতে গেলে নারীর অর্ধগলিত লাশ দেখতে পাই। ধারণা করা হচ্ছে ৮-১০ দিন আগে ওই নারীটিকে হত‌্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।হয়তো কয়েকদিন আগেই পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভকরগাঁও গ্রামের ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে  পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ধানক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও বলেন, স্থানীয় ও ছবিতে দেখে মনে হয় লাশটি অনেক আগের। তাই দেহের মাংস গলে হাড়-হাড্ডি বের হয়ে গেছে।

লাশ বিকৃত হওয়ায় স্থানীয়রা সনাক্ত করতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল রহস্য জানা যাবে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।