
আনছিুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজলো প্রসেক্লাবরে সভাপতি ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আব্দুল মালেক এর মাতা মাজেদা বেগম (৫৬) ইন্তেকাল করেছেন( ইন্না..রাজেউন)। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান । তিনি উপজেলার মধ্যরাজাপুর গ্রামের মৃত আবুল কাশেম এর স্ত্রী। পারিবিারিক সুত্রে জানা যায়, বুধবার রাত তিনি স্টোক করলে প্রথমে নওগা সদর হাসপাতাল ও পরে বগুড়ায় নেওয়ার পথে বৃস্পতিবার বিকাল ৫টায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। শুক্রবার জুম‘আর নামাজের পর নিজ বাসভবন মধ্যরাজাপুর গ্রামে ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠতি হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।