
পলাশবাড়ী সংবাদদাতাঃ মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবী ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পৌরশহরের গাইবান্ধা রোডস্থ উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলে ঘাট রোডে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মো. আবু বক্কর সিদ্দিক-এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাও. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা সাংগঠনিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ আসনের আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাও. অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তালেব সরকার, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মো. বেলাল উদ্দিন, বরিশাল ইউনিয়ন সভাপতি মো. শামিম প্রধানসহ জামায়াতের ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাজারে এখনও দ্রব্য মূল্যের দাম বেশি গরীব খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। তাই তারা অন্তর্বতীকালীন সরকারের কাছে রমজানে যেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল থাকে সেই দিকে নজর দিতে বলেন। রমজান মাসে যেন দিনের বেলা কোনো হোটেল রেস্তোরা খোলা না থাকে এ ব্যাপারে প্রশাসনকে নজর দিতে জোর আহবান জানান।