
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে যুবলীগ নেতা মোঃ লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় মৌলভীবাজার সদর উপজেলার কাচারিবাজার সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সকালে চাতলা বর্ডার এলাকা থেকে সিএনজি করে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল দিকে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার ডিবি’র উপপরির্দশ (এসআই) মোকারম হোসেন রাব্বির নেতৃত্বে সদর উপজেলার কাছারিবাজার স্থানে অবস্থান নিয়ে তার সিএনজির গতিরোধ করে তাকে আটক করা হয়। লিয়াকত আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলার আসামি। এর আগে পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে পারে নাই। লিয়াতক কুলাউড়া উপজেলা হাজিপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মৃত আমির আলির ছেলে। সে হাজিপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক।
মৌলভীবাজার থানার ওসি (তদন্ত) জানান, লিয়াকত দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির ছত্রছায়া বর্ডারে চোরা-চালান কারবারি ও বিভিন্ন অপকর্ম করে আসছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষে ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সেই দায়েরকৃত মামলার আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন।