
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পরিবহনকারী ২টি ড্রাম ট্রাক আটক করে। পরে মাটিসহ জব্দকৃত ড্রাম ট্রাক দু’টি নিয়ে ফেরার পথে ড্রাম ট্রাকের মালিক পক্ষের হামলায় ম্যাজিস্ট্রেটের গাড়ির ড্রাইভার সবুর মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা তালুককানুপুর ইউনিয়নে অবস্থিত এমএলবি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে মাটিসহ ২টি ড্রাম ট্রাক আটক করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের গাড়ির চালক সবুর মিয়াকে আটককৃত ড্রাম ট্রাক ২টি তাঁর কার্যালয়ে নিয়ে আসার নির্দেশ দিয়ে তিনি গোবিন্দগঞ্জে ফিরে আসেন। পরে রাত ২টার দিকে সবুর মিয়া ড্রাম ট্রাক ২টি নিয়ে গোবিন্দগঞ্জে আসার পথে যানজটের কবলে পড়েন। এই সুযোগে ড্রাম ট্রাকের মালিক বাবলু বিশ্বাসের ছোট ছেলে দেব বিশ্বাসসহ কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে জব্দকৃত ড্রাম ট্রাক দু’টি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের গাড়ির ড্রাইভার সবুর মিয়ার ওপর হামলা করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। তাদের হামলায় সবুর মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ঘটনায় আহত সবুর মিয়া বাদী হয়ে ড্রাম ট্রাকের মালিক পৌর এলাকার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া (শিববাড়ি) গ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র (৫৫) বিশ্বাস তার বড় ছেলে বাঁধন বিশ্বাস (২৮) এবং ছোট ছেলে দেব কুমার বিশ্বাসসহ (২৪) অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে গোবিন্দদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার নামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।