
গোবিন্দগঞ্জ সংবাদদাতা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিমাগঞ্জ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ২৫-২৬ সেশন এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
শুক্রবার বার বিকালে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবু আল মাহমুদ চিনুর সভাপতিত্বে উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি এবিএম ফিরোজ আলম সরকারের সঞ্চালনায় ।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখা,আর বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি গোলাম মোস্তফা,উপদেষ্টা গোবিন্দগঞ্জ উপজেলা শাখা মশিউর রহমান,উপদেষ্টা ছামছুল হক, মহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হক সরকার মিঠু প্রমুখ।আলোচনা শেষে দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্টিত হয়। এনামুল হক সরকার মিঠু সভাপতি ও রেজাউল করিম মাষ্টারকে সেক্রেটারি করে ২৬সদস্য কমিটি গঠন ও শপথ বাক্য পাট করা হয়।