মহিমাগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন উপজেলার মহিমাগঞ্জ বাজারে বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকালে মহিমাগঞ্জ বাজারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় সূধিবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাজির হোসেন প্রধান, সাঘাটা সমিতির সভাপতি আবু রায়হান চৌধুরী, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদ বিএসসি, আজিজুর রহমান রাজু,মমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মানজুদুর রহমান লাভলু, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (ভার) রফিকুল ইসলাম,সহ সভাপতি ফারুক হোসেন ফটু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :