গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ গাছের চারা বিতরণ করা হয়। রবিবার উপজেলার মহিমাগঞ্জে উদ্দিপ্ত তরুনের আয়োজনে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক একেএম মশিউর রহমানের অর্থায়নে মহিমাগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদরাসা, কেন্দ্রীয় ঈদগা মাঠ, বালুয়া উচ্চ বিদ্যালয়,তমিজ উদ্দিন দাখিল মাদরাসায় ১শ ৫০টি গাছের চারা মাল্টা,আম্,কাঠাল,কমলা বিতরণ করা হয়।
চারা বিতরণে উপস্থিত ছিলেন উদ্দিপ্ত তরুন মহিমাগঞ্জ সভাপতি গোলাম কাদের মিঠু,সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সুজন প্রমুখ।