
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাব শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হবে বিকেল তিনটায়। প্রতিযোগীদের আঁকার সামগ্রী সঙ্গে আনতে হবে। প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল ও বিশিষ্ট আইনজীবী-রাজনীতিক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।