প্রতিনিধি, বোনারপাড়া:
গাইবান্ধার সাঘাটা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৬৮ সাল থেকে ২০২৪ পর্যন্ত প্রাক্তন ও বর্তমান ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সমন্বয়ে প্রথম পুনর্মিলনী ২০২৪ আয়োজনের পরিকল্পনা গ্রহ করা হয়েছে। “স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” স্লোগানকে সামনে রেখে আমরা আমরাই গ্রুপের আয়োজনে আগামী ২৫ ডিসেম্বর বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে সাড়ম্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী কে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণসহ মতবিনিময় করেছেন আয়োজক কমিটি ও বিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
মতবিনিময় কালে তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রথম পুনর্মিলনী আয়োজন সফল ও সার্থক করার জন্য সকল প্রকার সার্বিক সহযোগিতা করার জন্য সকলের অনুরোধ করেছেন।
এছাড়াও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত আয়োজনে বিদ্যালয়ের অধ্যক্ষ হুমায়ুন কবির তুহিন ও শিক্ষকবৃন্দসহ প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের সংশ্লিষ্টতায় একটি নান্দনিক আয়োজন করা হবে বলেও জানানো হয়।
শিরোনামঃ
বোনারপাড়া বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৫ ডিসেম্বর
- Reporter Name
- Update Time : ০৩:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- ৪৩৪ Time View
Tag :