
সাঘাটা সংবাদদাতাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলা সদর ইউনিয়ন বোনারপাড়ায় সবচেয়ে বেশি নির্বাচনী ইমেজ বিরাজ করছে। বোনার পাড়া ইউনিয়নে সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলাউদ্দিন আলা মোটরসাইকেল ও জসিউল করিম পলাশ ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। আলাউদ্দিন আলা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে আসেন। বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকে এই দলের সাথে জড়িত থাকায় দলে তিনি একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। তিনি বলেন আমি সভাপতি নির্বাচিত হলে দলকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করবো।