
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :
সাঘাটার বোনারপাড়ায় অল্পের জন্য শিশু অপহরনকারীর হাত থেকে রক্ষা পেল শিশু সৌমিক বাবু।
জানা যায় গত ৮ এপ্রিল সকালে বোনারপাড়া গ্রীন ভ্যালী পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী দুর্গাপুর গ্রামের সৌমিক বাবু সকালে স্কুলের টিফিনের সময় টিফিন খাওয়ার জন্য সাব রেজিস্ট্রি অফিসের দিকে যাওয়ার সময় বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের গেটের সামনে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে একটি কাগজ পড়তে বলে, সৌমিক বাবু কাগজটি না পড়লে তার মুখের সামনে ঐ অজ্ঞাত ব্যক্তি একটি রুমাল ঝারা মারে। সঙ্গে সঙ্গে শিক্ষার্থী সৌমিক বাবু, অজ্ঞান হয়ে পড়ে। শিশু অপহরণকারী তাকে নিয়ে বোনারপাড়া রেলগেটে গিয়ে মহিমা গঞ্জ গামী সিএনজিতে বসিয়ে রেখে চা খেতে যায়। অলৌকিকভাবে ঐ সময়ে সৌমিক বাবুর জ্ঞান ফিরে এলে সিএনজি চালক তাকে ঐ লোক কে হয় জিজ্ঞাসা করে। শিক্ষার্থী সৌমিক বাবু তখন বলে আমার কেউ হয় না। সিএনজি চালক ঘটনা বুঝতে পেরে সৌমিককে ভাগিয়ে দেয়। অপহরণকারী ঘটনাটি আচ করতে পেরে তৎক্ষণাৎ সর্টকে পরে।এ ব্যাপারে গ্রিন ভ্যালি পাবলিক স্কুলের পরিচালক মাহফুজুল হাসান রয়েল কে জিজ্ঞাসা করলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করেন।