
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম ওয়াদুদ বাচ্চুর ১৫ তৃ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোলাম ওয়াদুদ বাচ্চু স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে ও বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাধারণত সম্পাদক গোলাম রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল ,সদস্য সচিব ইলিয়াস হোসেনসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।