Dhaka ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরগঞ্জে প্রাইমারিতে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক রানা কারাগারে গোবিন্দগঞ্জে বোরো ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষকরা ঈদগাহ ট্রাস্ট বোর্ড ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ঈদ পূনর্মিলনী ঠাকুরগাঁওয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন গোবিন্দগঞ্জে আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এহ্ছান গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায় প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানে পলাশবাড়ীর তুবা’র প্রথম স্থান অধিকার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো ওষুধ নেই ॥ নারী রোগীদের ভোগান্তি পীরগঞ্জে সাংবাদিকের পিতাকে অপহরণ, থানায় এজাহার সাদুল্লাপুরে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু আত্রাইয়ে ১১জন মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

বৃহিস্পতিবারের মধ্যে সকল ডিসিকে ঢাকায় ফেরার নির্দেশ!

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • ২৪৬ Time View

ডেস্ক রিপোর্ট: সপ্তাহের মধ্যে দেশের সব জেলার প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হতে পারে। এবার নতুন ডিসি হিসেবে নিয়োগ পাবেন বঞ্চিত কর্মকর্তারা। এ জন্য ডিসি ফিটলিস্টে তাঁদের নাম যুক্ত করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে সব জেলার ডিসিকে ঢাকায় ফেরত আসার সার্বিক প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসি, এসপিসহ জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহারের দাবি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার ও ডিসিরাও সরকারের নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সোমবার ২৪তম, ২৫তম ও ২৭তম ব্যাচের উপসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া ২৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে ফিটলিস্ট প্রণয়ন কমিটি।

ডিসি পদে নতুন ফিটলিস্ট প্রণয়নের লক্ষ্যে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন, সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ‌ উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

গতকাল ডিসি‌ ফিটলিস্টের জন্য সাক্ষাৎকার দেওয়া ২৫ জন কর্মকর্তা গত ১৩ আগস্ট উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন ২৪তম ব্যাচের সাতজন, ২৫তম ব্যাচের ৯ জন ও ২৭তম ব্যাচের ৯ জন কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরও আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি করা আগের ফিটলিস্ট থেকেই ডিসি বানানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে তালিকা পাঠানো হয়। এ খবরে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ‌ উদ্দিন চৌধুরীর দপ্তরে জড়ো হন প্রশাসন ক্যাডারের ২৪, ২৫ ও ২৭ ব্যাচের অর্ধশতাধিক বঞ্চিত কর্মকর্তা। তাঁরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি করা ডিসি ফিটলিস্টে বেশির ভাগ কর্মকর্তা রয়েছেন তাঁদের পছন্দের। শিক্ষাজীবনে তাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই আগের তালিকা বাতিল করে পদবঞ্চিত কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগের দাবি জানান তাঁরা। 

এ বিষয়ে সদ্য উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক রেবেকা খান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে অনেক কর্মকর্তা পদবঞ্চিত ছিলেন। তাঁদের যোগ্যতা থাকার পরও ডিসি ফিটলিস্টে যুক্ত হতে পারেননি। বঞ্চিত কর্মকর্তাদের নতুন করে ডিসি ফিটলিস্টে যুক্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি। জনপ্রশাসন সচিব স্যার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অনেকের ডিসি পদে পদায়নের জন্য শর্ত পূরণ হয়নি। এসব বিষয় পর্যালোচনা করে দ্রুত তাঁদের পদায়নের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক পদে পদায়ন নীতিমালায় বলা হয়েছে, ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মচারীগণের মধ্য হইতে উপসচিব পদে পদোন্নতি প্রাপ্তির এক বৎসর পর জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়ন করা হইবে। ফিটলিস্ট প্রণয়নের ক্ষেত্রে উপপরিচালক, স্থানীয় সরকার/অতিরিক্ত জেলা প্রশাসক/সচিব, জেলা পরিষদ/প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পদে মোট ন্যূনতম ২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকিতে হইবে। পূর্ববর্তী ৫ (পাঁচ) বৎসরের বার্ষিক গোপনীয় অনুবেদনের রেকর্ড এবং সমগ্র চাকরিজীবনের শৃঙ্খলা প্রতিবেদন সন্তোষজনক হইতে হইবে। প্রকল্প ও ক্রয় ব্যবস্থাপনা সম্পর্কিত জ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানা এবং বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকিতে হইবে। ম্যাজিস্ট্রেসি ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন হইতে হইবে।’

বঞ্চিত কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৫ বছর বঞ্চিত থাকায় অনেকেই মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেননি। এসব বিষয় বিবেচনা করে নতুন ফিটলিস্ট তৈরি করতে হবে। 

নতুন ফিটলিস্টে বঞ্চিত ২৫ কর্মকর্তা 

নতুন ফিটলিস্টে রয়েছেন ২৪তম ব্যাচের রেবেকা খান, মুনিরুজ্জামান, জসিম উদ্দীন, মাহবুব আলম, টিটন খীসা, মোহাম্মদ অতুল মণ্ডল ও বাদল চন্দ্র হালদার।

২৫তম ব্যাচের মধ্যে রয়েছেন আজাহারুল ইসলাম, হাসান হাবিব, নূর হোসেন, কামাল মোহাম্মদ রাশেদ, বেগম মিনারা নাজমীন, এ বি এম এহছানুল মামুন, মোস্তাফিজুর রহমান, সগীর হোসেন, তারেক মোহাম্মদ জাকারিয়া এবং জয়নুল আবেদীন।

২৭তম ব্যাচে রয়েছেন আ. কুদ্দুস, লুত্ফুন নাহার, জেবুন নাহার, তৌফিকুর রহমান, আফরোজা বেগম পারুল, আফাজ উদ্দিন, ঝুমুর বালা, সেলিম রেজা বিপিএএ এবং এস এম ফরিদ উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সুন্দরগঞ্জে প্রাইমারিতে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক রানা কারাগারে

বৃহিস্পতিবারের মধ্যে সকল ডিসিকে ঢাকায় ফেরার নির্দেশ!

Update Time : ১০:৪৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

ডেস্ক রিপোর্ট: সপ্তাহের মধ্যে দেশের সব জেলার প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হতে পারে। এবার নতুন ডিসি হিসেবে নিয়োগ পাবেন বঞ্চিত কর্মকর্তারা। এ জন্য ডিসি ফিটলিস্টে তাঁদের নাম যুক্ত করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তা জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে সব জেলার ডিসিকে ঢাকায় ফেরত আসার সার্বিক প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসি, এসপিসহ জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তাকে দ্রুত প্রত্যাহারের দাবি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার ও ডিসিরাও সরকারের নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সোমবার ২৪তম, ২৫তম ও ২৭তম ব্যাচের উপসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া ২৫ জন কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছে ফিটলিস্ট প্রণয়ন কমিটি।

ডিসি পদে নতুন ফিটলিস্ট প্রণয়নের লক্ষ্যে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন, সদস্যসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ‌ উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

গতকাল ডিসি‌ ফিটলিস্টের জন্য সাক্ষাৎকার দেওয়া ২৫ জন কর্মকর্তা গত ১৩ আগস্ট উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন ২৪তম ব্যাচের সাতজন, ২৫তম ব্যাচের ৯ জন ও ২৭তম ব্যাচের ৯ জন কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরও আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি করা আগের ফিটলিস্ট থেকেই ডিসি বানানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে তালিকা পাঠানো হয়। এ খবরে গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ‌ উদ্দিন চৌধুরীর দপ্তরে জড়ো হন প্রশাসন ক্যাডারের ২৪, ২৫ ও ২৭ ব্যাচের অর্ধশতাধিক বঞ্চিত কর্মকর্তা। তাঁরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি করা ডিসি ফিটলিস্টে বেশির ভাগ কর্মকর্তা রয়েছেন তাঁদের পছন্দের। শিক্ষাজীবনে তাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই আগের তালিকা বাতিল করে পদবঞ্চিত কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগের দাবি জানান তাঁরা। 

এ বিষয়ে সদ্য উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক রেবেকা খান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে অনেক কর্মকর্তা পদবঞ্চিত ছিলেন। তাঁদের যোগ্যতা থাকার পরও ডিসি ফিটলিস্টে যুক্ত হতে পারেননি। বঞ্চিত কর্মকর্তাদের নতুন করে ডিসি ফিটলিস্টে যুক্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি। জনপ্রশাসন সচিব স্যার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অনেকের ডিসি পদে পদায়নের জন্য শর্ত পূরণ হয়নি। এসব বিষয় পর্যালোচনা করে দ্রুত তাঁদের পদায়নের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসক পদে পদায়ন নীতিমালায় বলা হয়েছে, ‘বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মচারীগণের মধ্য হইতে উপসচিব পদে পদোন্নতি প্রাপ্তির এক বৎসর পর জেলা প্রশাসক পদে পদায়নের জন্য ফিটলিস্ট প্রণয়ন করা হইবে। ফিটলিস্ট প্রণয়নের ক্ষেত্রে উপপরিচালক, স্থানীয় সরকার/অতিরিক্ত জেলা প্রশাসক/সচিব, জেলা পরিষদ/প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় পদে মোট ন্যূনতম ২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা থাকিতে হইবে। পূর্ববর্তী ৫ (পাঁচ) বৎসরের বার্ষিক গোপনীয় অনুবেদনের রেকর্ড এবং সমগ্র চাকরিজীবনের শৃঙ্খলা প্রতিবেদন সন্তোষজনক হইতে হইবে। প্রকল্প ও ক্রয় ব্যবস্থাপনা সম্পর্কিত জ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানা এবং বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকিতে হইবে। ম্যাজিস্ট্রেসি ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন হইতে হইবে।’

বঞ্চিত কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৫ বছর বঞ্চিত থাকায় অনেকেই মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেননি। এসব বিষয় বিবেচনা করে নতুন ফিটলিস্ট তৈরি করতে হবে। 

নতুন ফিটলিস্টে বঞ্চিত ২৫ কর্মকর্তা 

নতুন ফিটলিস্টে রয়েছেন ২৪তম ব্যাচের রেবেকা খান, মুনিরুজ্জামান, জসিম উদ্দীন, মাহবুব আলম, টিটন খীসা, মোহাম্মদ অতুল মণ্ডল ও বাদল চন্দ্র হালদার।

২৫তম ব্যাচের মধ্যে রয়েছেন আজাহারুল ইসলাম, হাসান হাবিব, নূর হোসেন, কামাল মোহাম্মদ রাশেদ, বেগম মিনারা নাজমীন, এ বি এম এহছানুল মামুন, মোস্তাফিজুর রহমান, সগীর হোসেন, তারেক মোহাম্মদ জাকারিয়া এবং জয়নুল আবেদীন।

২৭তম ব্যাচে রয়েছেন আ. কুদ্দুস, লুত্ফুন নাহার, জেবুন নাহার, তৌফিকুর রহমান, আফরোজা বেগম পারুল, আফাজ উদ্দিন, ঝুমুর বালা, সেলিম রেজা বিপিএএ এবং এস এম ফরিদ উদ্দিন।