
ময়নুল ইসলামঃ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছেন সৈকত ইসলাম। সে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর কিয়ামত উল্লাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাদেকুল ইসলাম মাস্টারের দ্বিতীয় সন্তান। তার বাড়ি গিদারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। মাতা রুপালী বেগম একজন গৃহিনী।
তার এই সাফল্যে পরিবারসহ এলাকায় আনন্দের বন্যা বইছে। বুয়েটের পাশাপাশি সে খুলনার কুয়েট ও রাজশাহীর প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছে। সৈকত বলেন, ‘এই সফলতার পিছনে মা-বাবা ও শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে। পাশাপাশি কঠোর পরিশ্রমের জন্যই এ সফলতা পেয়েছি।’ সে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ- ৫ ও গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ অর্জন করে।
ভবিষ্যতে সৈকত যেন মানবিক প্রকৌশলী হয়ে উঠতে পারে এজন্য সবার কাছে দোয়া আশীর্বাদ চেয়েছেন তার বাবা-মাসহ নানা আব্দুল জলিল ও নানী শিরীনা বেগম।