Dhaka ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশেষ উৎসবকে ঘিরে প্রস্তুত সাদুল্লাপুরের ফুলচাষিরা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৬ Time View

 

তোফায়েল হোসেন জাকিরঃ ভালোবাসা-বন্ধুত্ব, আনন্দ-বেদনা সব কিছু লুকিয়ে থাকে ফুলের মধ্যে। আর এই ফুলকে ভালোবাসে না এমন লোক কমই আছে। আর ফেব্রুয়ারি মানেই তো ফুলের মাস। এ মাসেই বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস। এই দিবসগুলোকে সামনে রেখে ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফুলচাষিরা।
এদিকে, রঙিন এই ক্ষেতে মুগ্ধকর দৃশ্য দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন ফুলমেপ্রমিরা। তারা কেউ কেউ কিনছেন ফুল। কেউবা তুলছেন মোবাইফোনে সেলফি। এসময় ব্যক্ত করলেন তাদের অনুভূতি।
শনিবার দুপুরে সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের তাজনগর, চকনদী, রাঘবেন্দপুর ও কাঁঠাল লক্ষিপুর এলাকার মাঠজুড়ে দেখা গেছে- নানা ফুলের সমাহার। এসময় ব্যস্ত সময় পার করছিলেন ফুলচাষিরা।
কৃষক আনিছুর, সবুজ ও আরিফ মিয়া জানান, তারা আবাদ করেছে চন্দ্রমল্লিকা গাদা, গ্লাডিওলাস, গোলাপ, ও রজনীগন্ধাসহ নানা জাতের ফুল। আসছে কয়েকটি দিবসকে ঘিরে অধিক লাভের আশা করছেন তারা। স্বল্প ব্যয়ে ফুলচাষ করে অধিক লাভে ইতোমধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন বলে জানালেন এই ফুলচাষিরা।
কৃষি বিভাগ বলছে, সাদুল্লাপুর উপজেলায় শতাধিক বিঘা জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই রয়েছে ইদিলপুর ইউনিয়নে। এখানকার বেশ কিছু কৃষক প্রায় একযুগ থেকে অন্য ফসল ছেড়ে ফুল চাষে ঝুঁকে পড়েছে।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন, ইদিলপুর এলাকায় মাটি ফুল চাষে অত্যন্ত উপযোগী। তাই কৃষকরা ফুল চাষ করে যথেষ্ট লাভবান হচ্ছে। তাদের আরও লাভবান করতে সর্বাত্নকভাবে সহযোগীতা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

বিশেষ উৎসবকে ঘিরে প্রস্তুত সাদুল্লাপুরের ফুলচাষিরা

Update Time : ০৮:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

 

তোফায়েল হোসেন জাকিরঃ ভালোবাসা-বন্ধুত্ব, আনন্দ-বেদনা সব কিছু লুকিয়ে থাকে ফুলের মধ্যে। আর এই ফুলকে ভালোবাসে না এমন লোক কমই আছে। আর ফেব্রুয়ারি মানেই তো ফুলের মাস। এ মাসেই বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস। এই দিবসগুলোকে সামনে রেখে ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফুলচাষিরা।
এদিকে, রঙিন এই ক্ষেতে মুগ্ধকর দৃশ্য দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন ফুলমেপ্রমিরা। তারা কেউ কেউ কিনছেন ফুল। কেউবা তুলছেন মোবাইফোনে সেলফি। এসময় ব্যক্ত করলেন তাদের অনুভূতি।
শনিবার দুপুরে সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের তাজনগর, চকনদী, রাঘবেন্দপুর ও কাঁঠাল লক্ষিপুর এলাকার মাঠজুড়ে দেখা গেছে- নানা ফুলের সমাহার। এসময় ব্যস্ত সময় পার করছিলেন ফুলচাষিরা।
কৃষক আনিছুর, সবুজ ও আরিফ মিয়া জানান, তারা আবাদ করেছে চন্দ্রমল্লিকা গাদা, গ্লাডিওলাস, গোলাপ, ও রজনীগন্ধাসহ নানা জাতের ফুল। আসছে কয়েকটি দিবসকে ঘিরে অধিক লাভের আশা করছেন তারা। স্বল্প ব্যয়ে ফুলচাষ করে অধিক লাভে ইতোমধ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন বলে জানালেন এই ফুলচাষিরা।
কৃষি বিভাগ বলছে, সাদুল্লাপুর উপজেলায় শতাধিক বিঘা জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই রয়েছে ইদিলপুর ইউনিয়নে। এখানকার বেশ কিছু কৃষক প্রায় একযুগ থেকে অন্য ফসল ছেড়ে ফুল চাষে ঝুঁকে পড়েছে।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন, ইদিলপুর এলাকায় মাটি ফুল চাষে অত্যন্ত উপযোগী। তাই কৃষকরা ফুল চাষ করে যথেষ্ট লাভবান হচ্ছে। তাদের আরও লাভবান করতে সর্বাত্নকভাবে সহযোগীতা করা হচ্ছে।