
স্টাফ রিপোর্টঃ বিশিষ্ট শিক্ষাবিদ লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ২১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বিশিষ্ট আইনবিদ ও মানবাধিকার বিজ্ঞানী ২০০৪ খ্রিস্টাব্দের ৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। প্রয়াত শিক্ষাবিদ ড. মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০টি বই লিখেছেন। তাঁর লেখা আইন বিষয়ে ৩৫টির বেশি প্রবন্ধ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তিনি মানবাধিকার বিষয়ে বিস্তর গবেষণা করেছেন। ড. মফিজুল ইসলাম পাটোয়ারী লন্ডন স্কুল অব ইকনোমিক্সের অধীনে একজন গবেষণাকর্মী হিসেবে মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। ড. মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট, গাইবন্ধায় ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং ও রিসার্স সেন্টার, সুন্দরগঞ্জে ড. এম আই পাটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তাঁর নিজ বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছায় এবং রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণীতে কোরআন খতম ও তাঁর রুহ্ এর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।