
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে শুক্রবার শহরের একটি হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টীম সদস্য ও ঠাকুরগাঁও এর সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা শাখার সাবেক আমীর ডা. আব্দুর রহিম সরকা, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ইসলামী ছাত্র শিবির জেলা শাখার সক্রেটারি শাওন হোসাইনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, সকলের সহযোগিতা ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের কুরআনের শাসন কায়েম করা সহজ হবে। এসময় তিনি গাজায় ইসরাইলী হামলা ও বর্বরতা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। তাই কোন বিবেকবান মানুষের নীরবে বসে থাকার সুযোগ নেই। তিনি জায়নবাদী হত্যা ও হত্যাযজ্ঞ মোকাবেলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।