
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের ভিতর বিছানার উপর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকায় ভুলু কুর্মি নামের এক ব্যক্তির ঘরের বিছানায় একটি ঘরগিন্নি সাপ দেখার পর বাড়ীর মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।
পরে সাপটি উদ্ধার করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সরেজমিন উপস্থিত হয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপটি বিষমুক্ত প্রজাতির। বাড়ীর লোকজন বিষাক্ত সাপ মনে করেও সাপটিকে আঘাত না করে আমাদের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান পরিচালক। পরে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।