
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদলীয় জমিতে একাধিবার ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টায় অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, শিমুলতাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে লৎফর রহমানের সাথে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদলীয় জমি নিয়ে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব-কলহো চলে আসছে প্রতিবেশি মৃত আবুল কাশেমের ছেলে আব্দুস সালাম, আবুল কালাম, মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল লতিফের সাথে।
গত ২০ ফেব্রুয়ারি আব্দুস সালাম, আবুল কালাম ও আব্দুল লতিফসহ তাদের দলবল লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে ভোরে রোপনকৃত ইরি ধান (চারা) বিনষ্ট করে এবং হুমকি দেয়।
মৌজা-শিমুলতাড়ী, জে.এল.নং-৭১, খতিয়ান নং-২৫৮, দাগ নং-৫৫২, এর মধ্যে ২৫ শতক জমি।
লৎফর রহমান জানান, এ ধররে ঘটনা প্রতিবারই করে আসছে। আমরা যে ফসলেই করিনা কেন, তারা বার বার ফসল নষ্ট করে এবং জমি দখলের প্রস্তুতি নেয়।
এঘটনায় গাইবান্ধা সদর থানায় প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন লুৎফর রহমান।