
স্টাফ রিপোর্টাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের স্বাধীনতা চত্বরে আবু সোলায়মান সরকার সাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতে নায়েবে আমীর সহকারী অধ্যাপক মাজেদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা সেক্রেটারী আবুল হাসান নয়া মিয়া, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম মনজু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বদরুল আমিন, সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, ফেডারেশনের সাবেক উপজেলা সভাপতি আমীর উদ্দিন, পৌর জামায়াতে আমীর অধ্যক্ষ একরামুল হক। স্বাগত বক্তব্য রাখেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু সোলায়মান সরকার সাজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সহকারী অধ্যাপক ইব্রাহিম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শাহজাহান মিঞা ও রেজাউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি আব্দুল ওহাব আলী, বেলকা ইউনিয়ন সভাপতি গোলাম রব্বানী, সর্বানন্দ সভাপতি শহিদুল ইসলাম রাঙ্গা, রামজীবন ইউনিয়ন সভাপতি জমশেদ আলী, পৌর ৮ নং ওয়ার্ড সভাপতি মোজাফফর হোসেন, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম সোনা, শান্তিরাম ইউনিয়ন সভাপতি নুরুন্নবী সরকার, মাইক্রোবাস সমিতির সভাপতি হাফিজার রহমান, ট্রাক ড্রাইভার শাহজাহান মিয়া প্রমুখ। প্রথম অধিবেশন শেষে সহকারী অধ্যাপক আবু সোলায়মান সরকার সাজাকে সভাপতি ও আবু আলা মৌদুদীকে সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক বদরুল আমিন।