Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বর্জ্য ব্যবস্থাপনাকর্মীদের মাঝে রেড কার্ড বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ২১ Time View

সংবাদ বিজ্ঞপ্তিঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌরসভার আয়োজনে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের সহযোগিতায় গাইবান্ধা পৌরসভায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
রোববার (৯ মার্চ) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়ায় সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, হেলথ ক্যাম্প এবং পরে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকর্মীদের মাঝে রেড কার্ড বিতরণ করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার প্রশাসক বলেন,“ নারীরা বিভিন্ন অফিসের প্রধান হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা কাজের পাশাপাশি বিভিন্ন ধরণের হাতের কাজ শিখে আমরা বাড়তি রোজগার করতে পারি।”
বর্জ্য ব্যবস্থাপনাকর্মীদের উদ্দেশে এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন,“ আমরা শুধু ঋণ নিতে পছন্দ করি। ঋণ নিয়ে ভোগ করলে তা কোন কাজেই আসে না। আমাদের সঞ্চয় করার মানসিকতা তৈরি করতে হবে। ছেলেমেয়েদের লেখাপড়া শেখানোর বিকল্প নেই। নিজের যত্ন নেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ করে তৈরি করতে হবে।”
গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক-ইউডিপির রিজিওনাল কোঅর্ডিনেটর অপূর্ব সাহা, ব্র্যাক জেলা সমন্বয়ক মোশারফ হোসেন, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদ, গাইবান্ধা পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, অফিসার মনিটরিং ইভালুয়েশন আব্দুল্লাহ আল তারিক প্রমুখ।
আলোচনা শেষে বর্জ্য ব্যবস্থাপনাকর্মীদের ১৯টি পরিবারের মাঝে বিনামূল্যে রেড কার্ড তুলে দেন পৌরসভার প্রশাসক। এ রেড কার্ড ব্যবহার করে তারা আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের আওতায় নগর মাতৃসদন থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ নিতে পারবেন।
পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার জানান, পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থানাকর্মীদের পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝেও রেড কার্ড বিতরণ করা হবে। শুধু তাই নয়, পৌরসভার নিম্ন আয়ের কমিউনিটিতে বসবাসকারী দরিদ্র ও হত দরিদ্ররাও এ রেড কার্ডের আওতাভূক্ত হতে পারবেন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

বর্জ্য ব্যবস্থাপনাকর্মীদের মাঝে রেড কার্ড বিতরণ

Update Time : ০৮:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌরসভার আয়োজনে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের সহযোগিতায় গাইবান্ধা পৌরসভায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
রোববার (৯ মার্চ) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাষ্টারপাড়ায় সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, হেলথ ক্যাম্প এবং পরে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকর্মীদের মাঝে রেড কার্ড বিতরণ করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার প্রশাসক বলেন,“ নারীরা বিভিন্ন অফিসের প্রধান হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা কাজের পাশাপাশি বিভিন্ন ধরণের হাতের কাজ শিখে আমরা বাড়তি রোজগার করতে পারি।”
বর্জ্য ব্যবস্থাপনাকর্মীদের উদ্দেশে এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন,“ আমরা শুধু ঋণ নিতে পছন্দ করি। ঋণ নিয়ে ভোগ করলে তা কোন কাজেই আসে না। আমাদের সঞ্চয় করার মানসিকতা তৈরি করতে হবে। ছেলেমেয়েদের লেখাপড়া শেখানোর বিকল্প নেই। নিজের যত্ন নেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ করে তৈরি করতে হবে।”
গাইবান্ধা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক-ইউডিপির রিজিওনাল কোঅর্ডিনেটর অপূর্ব সাহা, ব্র্যাক জেলা সমন্বয়ক মোশারফ হোসেন, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদ, গাইবান্ধা পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, অফিসার মনিটরিং ইভালুয়েশন আব্দুল্লাহ আল তারিক প্রমুখ।
আলোচনা শেষে বর্জ্য ব্যবস্থাপনাকর্মীদের ১৯টি পরিবারের মাঝে বিনামূল্যে রেড কার্ড তুলে দেন পৌরসভার প্রশাসক। এ রেড কার্ড ব্যবহার করে তারা আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের আওতায় নগর মাতৃসদন থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং ওষুধ নিতে পারবেন।
পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার জানান, পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থানাকর্মীদের পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝেও রেড কার্ড বিতরণ করা হবে। শুধু তাই নয়, পৌরসভার নিম্ন আয়ের কমিউনিটিতে বসবাসকারী দরিদ্র ও হত দরিদ্ররাও এ রেড কার্ডের আওতাভূক্ত হতে পারবেন।