ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও হাইজিং কিট বিতরণ করা হয়।
গতকাল ক্রিশ্চিয়ান এইড এর সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ও সিংগীমারী ইউনিয়নের মোট ১৮৯ টি দরিদ্র পরিবারের প্রত্যেককে ৬ হাজার টাকা ও ১২ ধরনের হাইজিন কিট বিতরণ প্রদান করে। এসময় স্থানীয় জনপ্রতিনিধি মনোয়ার হোসেন দুলু, জিয়াউর রহামান, ক্রিশ্চিয়ান এইড-বাংলাদেশ এর প্রজেক্ট সাপোর্ট অফিসার ছন্দা রানী, জিইউকে এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর জয়া প্রসাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বন্যা পরবর্তী এমন সহয়তাকে জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্যরা সাধুবাদ জানিয়েছেন। উপকারভোগীরা বলেন, এই টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের পাশাপাশি গবাদি পশুপালন করে জীবনমানের উন্নয়নে সহায়তা করবে।
স্টার্ট ফান্ড বাংলাদেশ নীলফামারী ও লালমনিরহাট জেলার ৬ টি ইউনিয়নে ৯৮১ টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পর্যায়ক্রমে ৫৮ লক্ষ ৮৬ হাজার নগদ টাকা ও হাইজিন কিট বিতরণ করছে।
প্রকাশক ও সম্পাদক :- এম আবদুস্ সালাম । নির্বাহী সম্পাদক:- আফতাব হোসেন। সম্পাদকীয় কার্যালয়:- দুই নং রেলগেট, গাইবান্ধা। ঢাকা অফিস : হাউস#৯৫/A, রোড #৪ ব্লক-F বনানী ঢাকা ১২১৩ মোবাইল :- ০১৭১৩৪৮৪৬৪৭
ই পেপার