
প্রেস বিজ্ঞপ্তি: বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজ’র ৯৯-তম সভা ২২ ফেব্রুয়ারী শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রস্তাবিত শহীদ আব্দুল জব্বার আইন বিভাগ/অনুষদ ‘ল’ স্কুলের জন্য শহীদ বুদ্ধিজীবী আব্দুল জব্বারের কনিষ্ঠ পুত্র, দৈনিক এশিয়ান এক্সপ্রেস ও পাক্ষিক আনন্দ নগর পত্রিকার সম্পাদক এবং অথার অফ দ্য ট্রাস্ট: শহীদ বুদ্ধিজীবী মেমোরিয়াল ট্রাস্ট, বাংলাদেশ শাফিয়ী বিল্লাহ্ জব্বার কাঁকন পরিবারের পক্ষ থেকে নগদ দুই লক্ষ টাকা ও শহীদ বুদ্ধিজীবী আব্দুল জব্বার মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর হাতে তুলে দেন। অনুদানকৃত টাকা গুলো তিনি গ্রহণ করে তাদের ধন্যবাদ জানান ও টাকা গুলো যথাযথ কাজে ব্যয়ের প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি চেয়ারম্যান ও টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে সভাকে অবহিত করেন। অন্যদের মধ্যে বিওটি’র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুল রহমান, বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, ট্রেজারার মোঃ জাহেদুর রহমান, দৈনিক করতোয়া সম্পাদক ও বিওটি সদস্য মোঃ মোজাম্মেল হক লালু, মোঃ নাসিরুন নবী, ফয়জুন নাহার, শাহজাদী বেগম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, প্রকৌ. মোঃ হারুন অর রশিদ, সৈয়দা রাকিবা সুলতানা, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খান, মনিরুল মাহতাব তমাল তরু ও মোস্তফা নাজমুল পাশা প্রমুখ বিভিন্ন এজেন্ডার উপর আলোচনা করেন। এছাড়াও সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিওটি’র উপদেষ্টা প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি’র সদস্য মোঃ আব্দুল কাদের ও তৌফিক হোসেন প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও বিওটি সমন্বয়ক খোরশেদ আলম। সভাটি সঞ্চালনা ও পরিচালনা করেন বিওটি এর সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান।