ফুলছড়ি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৩, ২:৪২ অপরাহ্ণ / ১২৬
ফুলছড়ি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত


ফুলছড়ি প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) আয়োজনে উদাখালী প্রকল্প অফিসের সম্মেলন কক্ষে নেটস্ বাংলাদেশ এর সহযোগিতায় স্বপ্ন প্রকল্পের আওতায় এসভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুর রহমান, জাহাঙ্গীর আলম, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খাঁন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, গণ উন্নয়ন কেন্দ্রের স্বপ্ন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর আব্দুল জলিল প্রমুখ।
সভায় কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালুকে সভাপতি নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করা হয়।