
স্টাফ রিপোর্ট ঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আব্দুর রহিম মধু বাহিনীর পরিকল্পনা ও নির্দেশে সন্ত্রাসীদের হামলায় নিহত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনসার আলী ছেলে সেনা সদস্য রুহুল আমিনকে কুপিয়ে হত্যা করে এবং পুলিশ সদস্য জাকির ও ব্যবসায়ী রতনকে কুপিয়ে যখম করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সংগঠনের সকল সদস্যবৃন্দ ও ফুলছড়ি উপজেলার সর্ব স্থরের জনগণের আয়োজনে গাইবান্ধার গাসাসাস মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সার্জেন্ট শাহদত হোসেন সাজু, সার্জেন্ট এ্যাড. আইয়ুব আলী, সার্জেন্ট মঞ্জুরুল ইসলাম, পেটি অফিসার মোঃ এনামুল হক, কর্পরাল মোস্তাক মিয়া ও ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবানিহী ক্যাম্প বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।