
পলাশবাড়ী সংবাদদাতাঃ ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলী বর্বতা ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ীর সর্বস্তরের সাধারণ ছাত্র জনতার ব্যানারে সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাফেজ মাও. আসাদুজ্জামান আসাদ, হাফেজ মাও. আতিকুর রহমান, গোলজার রহমান, রাজিব আহম্মেদ, জাহিদ হাসান, শিক্ষার্থী মোছা. নুসাইরা আকতার, রুবাব, অর্ণব আহম্মেদ, সাজিদ হাসান, সামিদ, তামজিদ হাসান, হাসিম প্রধান ও শেখ মাসুদ রানা প্রমুখ। এ বিক্ষোভ মিছিলে স্বতঃস্ফুর্ত ছাত্র জনতা অংশ নেয়।
বক্তারা বলেন, ইসরাইলী যদি এখনও গণহত্যা-হামলা বন্ধ না করে তাহলে মুসলিম বিশ্ব এর সঠিক জবাব দিবে। তাই ফিলিস্তিনের গাজা এবং রাফায় মুসলিমদের উপর ইসরাইলীর সন্ত্রাসী বাহিনীর অমানবিক বর্বতা-গণহত্যাসহ হামলার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানান।