
পলাশবাড়ী সংবাদদাতাঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পলাশবাড়ী পৌর, উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা এসময় ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দু’গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দু’গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইসরায়েলের সকল পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদল নেতাকর্মীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় গাইবান্ধা জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, জেলা ছাত্রদল সদস্য শামীম রেজা, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার, যুগ্ম আহবায়ক সুহৃদয় সরকার, পৌর ছাত্রদল সদস্য সচিব আকাশ কবির, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সরকার, সদস্য সচিব মাজেদুর ইসলাম মাজেদ, ছাত্রদল নেতা রায়হান সরকার, পলাশবাড়ী মহিলা কলেজ ছাত্রদল সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক রুপা আক্তার, সিনিয়র সহ-সভাপতি রুহানি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোরসালিন আক্তার মৌসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।