
সাঘাটা প্রতিনিধি :
প্রশিক্ষণ গ্রহণ করে ঘরে বসে না থেকে প্রশিক্ষণে প্রাপ্ত প্রযুক্তিগত কলা কৌশল কাজে লাগিয়ে নিজেদেরকে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। জাতীয় মহিলা সংস্থার আয়োজনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, কারিগরি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। একজন দক্ষ মানুষ কখনও বেকার বা কর্মহীন থাকে না। এজন্য প্রত্যেক ব্যক্তিকে পড়ালেখার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
গত ২৫ ফেব্রুয়ারি সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী ও জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী জান্নাতুন রোমানা মনি।