প্রতিনিধি গাইবান্ধা:
‘বিনা খরচে নিন আইনী সহায়তা বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই বিষয়কে ধারণ করে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় প্রশিকার আইনী সহায়তা কর্মসূচির আওতায় ১৩ নভেম্বর বিকালে প্রশিকা গাইবান্ধা সদর উন্নয়ন এলাকায় প্রায় দুই শতাধিক নারী-পুরুষ নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সরকারী খরচে ও সহজে আইনী সহায়তা পাওয়া যায় মানুষকে এই বিষয়টি অবহিত করার জন্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের সমগ্র জেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালিত হয়ে আসছে । উল্লেখ্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ সাল থেকে দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মসূচির পাশাপাশি অনেকগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য আইনগত সহায়তা প্রদান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, স্মার্ট হেলথ কেয়ার, সামাজিক বনায়ন,প্রশিকা বিদ্যা নিকেতন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, সুয়িং মেশিন অপারেশন, মোবাইল সার্ভিসিং, আইটি প্রশিক্ষণ, বিহেভিয়ার চেঞ্জ, মৌচাষসহ নানা কর্মকান্ড।
গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক মোঃ রিপন খানের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য দেন কুদরাত-ই-খোদা, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ,গাইবান্ধা, বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য দেন মোছাঃ মাসুমা খানম যুথি-জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারী জজ,গাইবান্ধা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ কামরুজ্জামান ছামাদ-উপপরিচালক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান আলোচক ছিলেন এ্যাড. মোঃ আনিছুর রহমান কাজল-পরিচালক, প্রশিকা আইনী সহায়তা কর্মসূচি এবং সহযোগী আলোচক শাহানাজ পারভীন-সমন্বয়ক, প্রশিকা আইনী সহায়তা কর্মসূচি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন। এই কর্মসূচির বিষয়ে জানতে চাইলে অধিকাংশ জনগণ বলেন বিষয়টি আমারা অবগত ছিলাম না বিষয়টি জানলাম এবং অন্যদেরও জানাবো । অনেক অস্বচ্ছল লোক আছে যারা টাকার অভাবে তাদের আইনগত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে,যেহেতু সরকার এই সুবিধাটা দিচ্ছে তাই আমরা এই সুবিধাটা গ্রহণ করবো। আমরা প্রশিকা ও বাংলাদেশ সরকার কে ধন্যবাদ জানাচ্ছি এই ধরণের কর্মসূচি হাতে নেয়ার জন্য। উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক সুরেশ চন্দ্র, জেসমিন, এ.কে.এম ফারুক, সাইফুল,আলতাফ,মোশারফ, সুজন, ফজলুল করিম, নয়ন চন্দ্র। সহযোগিতায় ছিলেন গাইবান্ধা উন্নয়ন এলাকার সকল স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
শিরোনামঃ
প্রশিকার উদ্যোগে গাইবান্ধায় আইনগত সহায়তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- ২৫ Time View
Tag :