প্রতিনিধি গাইবান্ধা
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে স্বাধীনতা প্রাঙ্গণে সোমবার থেকে তিন দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেল্যা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় জেলা প্রশাসক জানান,পরিবেশ ও জীবনের জন্যই বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে। এক্ষেত্রে বৃক্ষ কর্তন রোধ করে সামাজিক বনায়ন তৈরিতে সবাইকে আন্তরিক ও সংবেধনশীল হওয়ার অনুরোধ করেন। এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক জহির ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোলস্না মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, চেম্বার পরিচালক তৌহিদুল ইসলাম মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় ২৯টি রয়েছে।
শিরোনামঃ
প্রকৃতি পরিবেশ ও জীবনের জন্যই বৃক্ষরোপন করতে হবে-ডিসি মোয়াজ্জম আহমদ
- Reporter Name
- Update Time : ০২:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- ৪৬ Time View
Tag :