
পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে অত্র মাদ্রাসার হলরুমে দো’আ অনুষ্ঠানে এসময় অধ্যক্ষ জাহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক আব্দুস সালাম প্রামানিক, মোশারফ হোসেন, শাহীদ মোজাফ্ফর হাসান, এএসএম রফিকুল ইসলাম মন্ডল, শফিকুল ইসলাম ও সহকারি মৌলভী গোলাম আযম ছাড়াও অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে বিদায়ী পরীক্ষার্থীদের ভবিষ্যত জীবনের সার্বিক সাফল্য কামনা করে এক বিশেষ দো’আ পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারি মোনয়ারুল ইসলাম। এবারের ২০২৫ সালে দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবেন বলে জানা যায়।