
পলাশবাড়ি প্রতিনিধি:
মুখ কালো ও শরীর সাদা একটি হুনুমান নিরাপদ আশ্রয়ে ও প্রান রক্ষায় গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের লোকালয়ে ছুটে চলছে। প্রান ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করছে এ প্রাণিটি। মানুষ দেখে হুনুমানটি ভয়ে ছুটাছুটি করছে অপরদিকে হুনুমানটিকে দেখতে শিশু কিশোর যুবক সহ বিভিন্ন বয়সের উৎসুক জনতা হুনুমানটির পিছে পিছে ঘুড়ছে কেউ আবার ধরাও চেষ্টা করছে। জনমানুষের কাছাকাছি আসলে কেউ লাঠি দিয়ে তাড়াও করছে।
গত কয়েকদিন হলো হুনুমানটি পৌর শহরের বিভিন্ন ঘরের ছাদ ও নির্মানাধীন বাসা বাড়ী বা গাছে উঠে প্রান রক্ষার চেষ্টা করছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার পৌর শহরের জামালপুর ও উদয়সাগর গ্রামে হুনুমানটি কে ঘুড়তে দেখা যায়। ২৪ ফেব্রুয়ারি দেখা যায়, উপজেলা পরিষদের ও মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার এলাকায়।
প্রান রক্ষায় ছুটতে ছুটতে হুনুমানটি হাঁপিয়ে উঠেছে, শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। উৎসুক মানুষে ধাওয়া অসুস্থ প্রায় হুনুমানটি যে কোন সময় প্রান হারাতে পারে। এদিকে খাবার না পেয়ে দুর্বল হয়ে পড়ছে। তবে, কোথা থেকে এই হুনুমানটি লোকালয়ে আসলো এর কোন সঠিক তথ্য পাওয়া না গেলেও অনেকে মনে করছেন ভারত থেকে পাথরের ট্রাকে এই প্রাণিটি আসতে পারে।
স্থানীয় সচেতন মহলের দাবী প্রাণিটিকে রক্ষায় প্রাণি সম্পদ ও বন্ধ বিভাগের সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।