
পলাশবাড়ী প্রতিনিধিঃ
ঈদ-উল-ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় অতিদরিদ্র-দুঃস্থ-অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকালে স্থানীয় এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ১৫৪০টি কার্ডধারী দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণ করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা অফিসার (অ.দা.) মো. জিল্লুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফারুক হোসাইন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. মুনছুর আলী, সহকারি প্রকৌশলী মো. মর্তুজা এলাহীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পলাশাবড়ী পৌরসভায় সরকারিভাবে বরাদ্দকৃত ১৫৪০টি ভিজিএফ’র উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।