
পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়নে ৩ হাজার ৬শ’ ৩২ জন দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে অত্র ইউনিয়নের হাসবাড়ি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে চাল বিতরণ উদ্বোধন করেন হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সহকারি উপজেলা শিক্ষা অফিসার ফিরোজ কবীর আকন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ কর্মকার, চেয়ারম্যানের সহকারি হেলাল মিয়া ছাড়াও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।