
পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রা বিরতিতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে আলাপচারিতায় মিলিত হন কবি লেখক ও সাহিত্যিক টিএম মনোয়ার হোসেন।
তিনি তাঁর গন্তব্য জামালপুর ও ময়মনসিংহ জেলা এলাকায় সফরে যাবার পথে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের ‘খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। তিনি পবিত্র ঈদুল ফিতরের ঊষ্ণ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মশফিকুর রহমান মিলটন, সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান প্রধান, সাংবাদিক মাসুদার রহমান মাসুদ ও আরিফ উদ্দিন ছাড়াও স্থানীয় সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারের একুশে বই মেলায় (স্টল নং- ৮২) কবি টিএম মনোয়ার হোসেন-এর লেখা কাব্যাপোন্যাস ‘কেতুমিয়ার ভিজিট কম’ বইটি সৌজন্যের সাক্ষর হিসেবে উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন।
কবি টিএম মনোয়ার হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের মরহুম বদিউজ্জামান ও মাতা মরহুমা মনোয়ারা বেগম দম্পতির সন্তান।তিনি পলাশবাড়ী সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। পঞ্চগড় জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ‘কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন’ এ মাধ্যমিক শাখায় বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন তিনি।
লেখকের অন্যান্য বই সমূহের মধ্যে ‘এ কেমন পৃথিবী’ (উপন্যাস), ‘পরীর রাজ্যে আমি’ (কিশোর উপন্যাস) ‘সাত সমুদ্র তের নদী’ (কিশোর উপন্যাস), ‘ছড়ার বেশে কল্প দেশে’ (শিশুতোষ ছড়া), ‘কেতুমিয়ার ভিজিট কম’ (কাব্যাপোন্যাস), ‘প্রেম’ (কাব্যগ্রস্থ), ‘শূন্যেই শূন্যতা’ (কাব্যগ্রস্থ), ‘স্মৃতির এ্যালবামে স্বাধীনতা’ (কাব্যগ্রস্থ), ‘সিঁড়ি বেয়ে’ (কাব্যগ্রস্থ), ‘হাফ ডজন প্রেম কয়েক ডজন কথা’ (গল্পগ্রস্থ), ‘দুঃখের অরণ্যে বসবাস’ (গল্পগ্রন্থ), ‘প্রেমের কত রকম ফের’ (গ্রল্পগ্রন্থ) ও ‘ভালোর পথে নতুন আলো’ (শিশুতোষ ছড়া)। লেখনির পাশাপাশি তিনি শিক্ষকতা, সাহিত্য চর্চার সাথে সুন্দর কথা ও চয়ন সম্বলিত একের পর এক গান লিখে যাচ্ছেন। এ পর্যন্ত আধুনিক, পল্লীগীতি, ভাওয়াইয়া, বিচ্ছেদ, বাউল ও দেশের গান মিলে প্রায় ২৫০ টিরও বেশি গান রচনা করেছেন। সৌজন্য সাক্ষাতে তিনি সবার নিকট এবং তাঁদের মাধ্যমে অন্যান্যদের আন্তরিক দো’আ কামনা করেন।