
পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক বিরোধী এক অভিযানে ৩ মাদক সেবন ও সংরক্ষণের দায়ে কারাদন্ডসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৯ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার। অভিযান কালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তফা জামান ও উপ-পরিদর্শক জুয়েল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ পুলিশ টীম পৃথক ভাবে তিনটি অভিযান পরিচালনা করেন।
উপজেলার হোসেনপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল (৪২), একই গ্রামের করতোয়াপাড়ার আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৪০) ও গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডলকে (৪০) মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয়।
পরে আটককৃতদের সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এসময় বিজ্ঞ বিচারক মাদক সেবন ও সংরক্ষণের দায়ে জাহাঙ্গীর মন্ডল ও নুহ মন্ডল উভয়ের ৩ মাস এবং মাসুদ মিয়াকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ছাড়াও জাহাঙ্গীরের ২ হাজার টাকা এবং মাসুদ ও নুহ মিয়ার ৫০ টাকা করে জরিমানা আদায়ের রায় ঘোষণা করেন। বিচারকি রায় শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়।