পলাশবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু


প্রকাশের সময় : মে ৩০, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ণ / ২৭৪
পলাশবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রবিাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কায় ঞটনাস্থলে বাস চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম উত্তম (৪০)। তার বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা চাঁদপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (সোমবার) রাত ১০টার দিকে ঢাকা থেকে অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধায় যাওয়ার পথে পলাশবাড়ির ড্রীমল্যান্ড এলাকায় সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে অপর পাশে পড়ে যায়। এ সময় অরিন পরিবহনের চালক উত্তম ঘটনাস্থলেই নিহত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ও পলাশবাড়ী থানা পুলিশ দ্রু ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
পলাশবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,মুলত চাকা ফেটে গিয়েই গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে পড়ে যায় এবং ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।