
পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে দি পলাশবাড়ী ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কলসালটেন্ট মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদজুম্মা পৌরশহরের বিসমিল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় ‘দি’ শব্দ বসিয়ে দি পলাশবাড়ী ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কলসালটেন্ট মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করেন পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমবিএসএস বিএসস (স্বাস্থ্য) ডা. আরিফুর রহমান তালুকদার, উপজেলা বিএনপিস সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, সাবেক কাউন্সিলর মাহামুদুল হাসান, ফার্মেসী ব্যবসায়ী মাহমুদুর রহমান মিলন ও পরিচালক রবিউল আলম সুমন প্রমুখ। এসময় প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মনজুর কাদির মুকুল, মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টার ইউটিনির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ছাড়াও গণমাধ্যকর্মীসহ বিভিন্ন ফার্মেসী ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠান ম্যানেজার মো. শাহিন মিয়া।